উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০২ জুলাই, ২০১৮

দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

পরীক্ষা দিতে পারছে না ৩ শতাধিক শিক্ষার্থী

উল্লাপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের জেরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী তাদের প্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা দিতে পারছে না। জানা যায়, গত ২১ জুন উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চরকালিগঞ্জ ও বন্যাকান্দি গ্রামবাসীদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে বন্যাকান্দি গ্রামবাসী চরকালিগঞ্জ গ্রামবাসীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় বন্যাকান্দি এন এম উচ্চ বিদ্যালয় ও বন্যাকান্দি আলিম মাদ্রাসার প্রায়ইতন শতাধিক শিক্ষার্থী স্কুলে যেতে পারছে না।

এদিকে গতকাল রোববার থেকে প্রতিষ্ঠান দুটিতে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এ ঘটনায় চরকালিগঞ্জ গ্রামের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী রোববারের ইংরেজি পরীক্ষায় অংশ নিতে পারেনি। নিরাপত্তাজনিত কারণে চরকালিগঞ্জ গ্রামের শিক্ষার্থীদের অভিভাবক তাদের ছেলে-মেয়েদের পরীক্ষায় অংশ নিতে দেয়নি। এ কারণে প্রায় তিন শতাধিক পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে বন্যাকান্দি এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা জানান, দুই গ্রামবাসীর সংঘর্ষের ফলে চরকালিগঞ্জ গ্রামের শিক্ষার্থীরা রোববারের ইংরেজি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ব্যাপারে ইউএনও আরিফুজ্জামান জানান, বিষয়টি দুঃখজনক। শিক্ষার্থীদের পরীক্ষা দিতে পথে বাধা দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist