বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ৩০ জুন, ২০১৮

বেনাপোলে পৌর কর বৃদ্ধি করার প্রতিবাদে সভা

যশোরের বেনাপোল পৌরসভায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মতবিনিময় সভা করেছে বেনাপোল নাগরিক কমিটি। গত বৃহস্পতিবার বিকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নাগরিক কমিটির আহ্বায়ক শহীদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মহসিন মিলন, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নুরুজ্জামান, অ্যাসোসিয়েশনের সম্পাদক এমদাদুল হক লতা, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক মুকুল, জামাল হোসেন, নাসির উদ্দিন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি সভাপতি কামাল হোসেন, সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সম্পাদক সাসির উদ্দিন, বেনাপোল বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান, ব্যবসায়ী নুর আলম, শাহাবুদ্দিন আহমেদ, রোকনউদ্দিন, নাজিম উদ্দীন, ডা. শাহ জালাল মন্টু, রফিকুল ইসলাম শাহিন, জুলফিক্কার মন্টু, আকবার আলী, বেনাপোল প্রেস ক্লাবের সম্পাদক রাশেদুজ্জামান রাশু, বন্দর প্রেস ক্লাবের সভাপতি কাজিম উদ্দীন, সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি সহিদুল ইসলাম শাহিন, সম্পাদক আয়ুব হোসেন পক্ষী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বন্দর, কাস্টমস হাউস, বিজিবি ক্যাম্প, সিএন্ডএফ এজেন্ট, ট্রান্সপোর্ট মালিক সমিতি, আমদানি-রফতানীকারকসহ অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান বেনাপোলে রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সংস্থা কাক্সিক্ষত কর আদায় হওয়ায় পৌরবাসী রেয়াতি বা শতকরা ৫০ ভাগ কর ছাড় পাওয়ার দাবি রাখে। মানুষের আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন অযৌক্তিক কর আরোপ করে নোটিস প্রদান করায় জনগণ হতাশ হয়ে পড়েছে। উক্ত নোটিস জনগণ প্রত্যাখান করেছে। যার ১ হাজার ৪০০ টাকা পৌর কর ছিল এখন তাকে ২৬ হাজার, যার ৬ হাজার টাকা ছিল এখন তাকে দেড় লাখ টাকা দিতে হবে। যার ২০০ টাকা এখন তার আড়াই হাজার টাকা, যার ১ হাজার ২০০ টাকা এখন তার ৪৮ হাজার টাকা কর নির্ধারণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist