আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ২৫ জুন, ২০১৮

যাত্রী ভোগান্তি নিরসনে আগরতলায় বৈঠক

ডলার এনডোর্স সংক্রান্ত জটিলতা নিরসনে ভারত ও বাংলাদেশের কাস্টমস ও ইমিগ্রেশন পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। গত শনিবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন কাস্টমস অফিসে ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে। ওই বৈঠকে বাংলাদেশের তিনজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে সাময়িক সময়ের জন্য ডলার এনডোর্সমেন্ট এবং ডলার সঙ্গে রাখার বিষয়টি শিথিল করার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। গত কয়েক দিন ধরে আগরতলা কাস্টমস কর্তৃপক্ষ ডলার এনডোর্স না থাকায় ভারত গমনকারী যাত্রীদের ফিরিয়ে দিচ্ছেন। আগরতলা কাস্টমসের হঠাৎ এই রকম সিদ্ধান্তে বাংলাদেশি যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে। জানা গেছে, গত ২১ জুন থেকে ত্রিপুরার আগরতলা কাস্টমস কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বিষয়টি নজরে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষের। তারা আগরতলার বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারকে মোবাইলফোনে বিষয়টি জানান। পাশাপাশি দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে। এরপরই তাদের ডাক পড়ে ওপারের আগরতলা কাস্টমস থেকে। সৃষ্ট জটিলতা নিয়ে কথা বলতে যান আখাউড়া স্থলবন্দর কাস্টমসের কর্মকর্তা শ্যামল কুমার রায়, ইমিগ্রেশন ইনচার্জ পিয়ার আহমেদ ও অন্য একজন কর্মকর্তা।

এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ পিয়ার আহমেদ বলেন, আমরা বলেছি সৃষ্ট জটিলতা নিরসন করে উভয় দেশের যাত্রী চলাচলে ভারতের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য। আগরতলা কাস্টমসের কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছেন বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করবে। তবে সাময়িক সময়ের জন্য ডলার এনডোর্সমেন্ট এবং ডলার সঙ্গে রাখার বিষয়টি শিথিল করার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist