উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ২৫ জুন, ২০১৮

কুড়িগ্রাম-৩ উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল

আ.লীগ প্রার্থী মতিন জাপা প্রার্থী আক্কাস

কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রোববার বিকালে আ.লীগ মনোনীত উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম এ মতিন এবং জাতীয় পার্টির মনোনীত সনিক প্রাইম গ্রুপের চেয়ারম্যান আলহাজ ডা. আক্কাছ আলী সরকার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব এই পত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক ও নাগেশ^রী উপজেলা নির্বাচন কর্মকর্তা মন্জুরুল হাসান। উপজেলা নির্বাচন কমিশন জানায়, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সদ্য প্রয়াত সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলাম মুকুলের মৃত্যুতে কুড়িগ্রাম-৩ আসনটি শূন্য হয়। উলিপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং চিলমারী উপজেলার ৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৯৫ জন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩ জুলাই ও প্রতীক বরাদ্দ ৪ জুলাই। ভোট গ্রহণ আগামী ২৫ জুলাই।

আ.লীগের প্রার্থী অধ্যাপক এম এ মতিনের মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সিনিয়র সহ-সভাপতি সোলায়মান সরদার বাদশা, সাইদুল হক বাচ্চু, পার্থ সারথী সরকার, পৌর আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী। এর আগে জাতীয় পার্টির প্রার্থী আলহাজ ডা. আক্কাছ আলী সরকার মনোনয়ন জমা দানের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আবু তাহের খাইরুল হক এটি, উপজেলা জাপা সভাপতি আতিয়ার রহমান মুন্সী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist