নাজমুল মোল্লা, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

  ২৫ জুন, ২০১৮

পরিদর্শনের সময় ধসে যায় বিদ্যালয়ের ফ্লোর, আহত ৫

সিরাজদিখানে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্লোর ধস

বিদ্যালয়ের অফিস কাম লাইব্রেরির ফ্লোরের কিছু অংশ ধসে যায় আগের দিন। পরে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে ফ্লোর ধসে পরিদর্শক দলের পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। উপজেলা প্রকৌশল অফিসে দাবি, ড্রেনের পানি দীর্ঘদিন ধরে নিচে দিয়ে যাওয়ায় ফ্লোরের বালি সরে গিয়ে এ ঘটনা ঘটেছে। তবে বিদ্যালয়ের কাজে নিম্নমানের প্রশ্ন তুলেছে বিদ্যালয় সংশ্লিষ্ট ও অভিভাবকরা।

ফ্লোর ধসে আহতরা হলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সবিতা রানী, ইসলামপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম মহিউদ্দিন আল হোসানী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম, কেয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা বেগম, কেয়াইন ইউপি সাবেক সদস্য নুরুল ইসলাম।

জানা যায়, শনিবার দুপুরে ওই কক্ষের কিছু অংশ ধসে পরে যায় তবে কোনো হতাহত হয়নি। খবর পেয়ে রোববার সকালে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাসহ পাঁচজন বিদ্যালয় পরিদর্শনে যান। এ সময় আবার বেশকিছু অংশ নিয়ে ধসে পড়লে ৫-৬ ফিট দেবে যায়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম বালুতে চাপা পড়েন। এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। এছাড়া অধ্যক্ষ এ বি এম মহিউদ্দিনের ডান পায়ের একটি আঙুল কেটে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম জানান, এলাকাবাসীর সহযোগিতায় আমাকে উঠানো হয়। কাটেনি তবে কোমরে ও শরীরে প্রচন্ড ব্যথা পেয়েছি। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সবিতা রানী জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে রুম থেকে বের হওয়ার পথে ঘটনাটি ঘটে, বালিতে চাপা পড়ায় প্রধান শিক্ষককে আমরা খুঁজেই পাচ্ছিলাম না। উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. মতিউর রহমান জানান, আমি পরিদর্শন করে দেখলাম ড্রেনের পানি দীর্ঘদিন ধরে নিচে দিয়ে যাওয়ায় ফ্লোরের বালি সরে গিয়ে ফাঁকা হয়ে এ ঘটনাটি ঘটেছে। এখন ক্লাস করা সম্ভব নয় ঠিকঠাক করা পর্যন্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist