প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ জুন, ২০১৮

‘আওয়ামী লীগের ইতিহাস মানুষের অধিকার আদায়ের’

নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কেক কাটা, আনন্দ র‌্যালি, আলোচনা সভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তরা আওয়ামীলীগের ইতিহাসকে মানুষর অধিকার আদায়ের ইতিহাস হিসেবে উল্লেখ করেন। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মিলনায়তনে সভায় বক্তব্য দেন উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাড. আবদুর রাশেদ, সাবেক সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, অ্যাড. জয়নাল উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আজাদ, শফিকুর রহমান সাফি, উপজেলা যুবলীগ সভাপতি অ্যাড, আশরাফ উদ্দিন মন্তু প্রমুখ।

বগুড়া : বগুড়া জেলা আ.লীগের উদ্যোগে র‌্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য দেন জেলা আ.লীগের সহসভাপতি অ্যাড. আবদুল মতিন, অ্যাড. মকবুল হোসেন মুকুল, অ্যাড. আমান উল্লাহ, রাগেবুল আহসান রিপু, প্রদীপ কুমার রায়, জাকির হোসেন নবাব, তবিবর রহমান তবি, সুলতান মাহমুদ খান রনি, সফিকুল আলম আক্কাছ, তপন কুমার চক্রবর্তী, শাহ আখতারুজ্জামান ডিউক, সাগর কুমার রায়, আল রাজি জুয়েল, আবদুস সালাম, আলমগীর বাদশা, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান সাহীন প্রমুখ।

কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলা আ.লীগের সহসভাপতি চাষি আবদুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম আব্রাহাম লিংকন, ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান লোবান, দৈনিক খবর’র সম্পাদক এস এম ছানালাল বকসী, ফাল্গুনি তরফদার প্রমুখ।

রাজবাড়ী : রাজবাড়ী জেলা আ.লীগের সহসভাপতি শেখ মো. আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন অ্যাড. শফিকুল আযম মামুন, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. শফিকুল হোসেন, অ্যাড. জহুরুল হক প্রমুখ। এ সময় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগেরহাট : বাগেরহাটে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন জেলা আ.লীগের সহসভাপতি অ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ, অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, অ্যাড. কাজী মনোয়ার হোসেন, অ্যাড. আলী আকবর, কাজী মুকিত হোসেন ঝন্টু, যুগ্ম সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, তাঁতী লীগের সভাপতি বাকী তালুকদার, যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ মোল্লা দোলন, যুবলীগ নেতা ফারুক তালুকদার, জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, ছাত্রলীগের সভাপতি মনির হোসেন প্রমুখ।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, সহসভাপতি মনির হোসেন, কল্যাণ মিত্র বড়–য়া, নুর হোসেন রাইটার, পৌর যুবলীগের আহ্বায়ক পরিমল দেবনাথ, জেলা আ.লীগের সম্পাদক জাহেদুল আলম, শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, শ্রমবিষয়ক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, কৃষকলীগের আহ্বায়ক আবুল কাশেম, ছাত্রলীগের সহসভাপতি মাঈনুল ইসলাম, পৌর মেয়র রফিকুল আলম প্রমুখ।

পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় র‌্যালি পরবর্তী সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়ন সহসভাপতি মীর রেজাউল করিম, আ.লীগ নেতা মাহবুবুর রহমান সরদার টুকু, বিপ্লব চৌধুরী, দেওয়ান সিরাজুল ইসলাম, যুবলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মিন্নু, স্বেচ্চাসেবক লীগের মোশায়েদ হোসেন সাদ, ছাত্রনেতা নুর আলম প্রধান প্রমুখ। এ ছাড়াও পৌর আ.লীগ পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করে।

সোনাইমুড়ী (নোয়াখালী) : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবুল খায়ের, বজরা ইউনিয়ন আ.লীগ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সম্পাদক আবুল কাশেম, সহসভাপতি শরিফ উল্যাহ স্বপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক সেলিম, যুগ্ম আহ্বায়ক মারুফ প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ সভাপতি কাজী খালেকুজ্জামান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের আহ্বায়ক খাইরুল আলম সাদন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্পাদক পার্থ সারথী দত্ত, উপজেলা আ.লীগ নেতা আবদুল হাকিম চেয়ারম্যান, সফিকুল ইসলাম চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান আবদুুল মান্নান, স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহরাব হোসেন বেলাল, কৃষকলীগ নেতা আক্তার হোসেন মেম্বর, হেলাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আবদুর রহিম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি আরিফুল ইসলাম শাহেদ প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে আ.লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক বরুন কুমার সরকার, প্রচার সম্পাদক ইউপি চেয়ারম্যান আফছার আলী, গায়ের আলী, শেখ মো. আবদুল বারিক, আমজাদ হোসেন কামরুল, লিটন হোসেন, খোরসেদ আলম প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আ.লীগের উদ্যোগে আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক দেলোয়ার হোসেন, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, যুবলীগ সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, ছাত্রলীগ সভাপতি এমদাদুল হক মিলন, শ্রমিকলীগ সভাপতি মুকুল মিয়া প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুরস্থ আনোয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ আশুজিয়া ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা কৃষকলীগ সভাপতি কেশব রঞ্জন সরকার, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আবদুুল আলীম প্রমুখ।

কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যশোরে জেলা পরিষদের সদস্য আ.লীগ নেতা হাসান সাদেক, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর এবাদত সিদ্দিকী বিপুল, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্ত প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist