বগুড়া প্রতিনিধি

  ২২ জুন, ২০১৮

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

সারিয়াকান্দিতে পলাতক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বগুড়ার সারিয়াকান্দিতে ভিজিএফের প্রায় ৯ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদাইদুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায় করা হয়েছে। গত বুধবার রাতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সারওয়ার আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত চেয়ারম্যান হেদাইদুল ইসলাম পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১১ জুন রমজান মাস ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ত্রাণ শাখা থেকে কামালপুর ইউপি চেয়ারম্যান হেদাইদুল ইসলাম ১৪ দশমিক ৪৪০ মেট্রিক টন ভিজিএফ চাল উত্তোলন করেন। এই চাল ১ হাজার ৪৪৪ উপকারভোগীর মাঝে বিতরণের কথা ছিল। গত ১৫ জুন কামালপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় (হাওড়াখালি) স্পট থেকে চাল বিতরণের দিন নির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করেন তিনি। নির্ধারিত দিনে ৫৪০ জন উপকারভোগীর মধ্যে চাল বিতরণ করলেও বাকি ৯০৪ জন উপকারভোগীর মধ্যে ৯.০৪০ মেট্রিক টন চাল বিতরণ করেনি। তিনি এই চাল বিতরণ স্পটে নিয়ে যাননি বলে কামালপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা সালাহ উদ্দিন সিদ্দিক প্রতিবেদনও দাখিল করেন। এ ঘটনার পর থেকে চেয়ারম্যান হেদাইদুল ইসলাম গা ঢাকা দেয়। সারিয়াকান্দি উপজেলা প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না। অবশেষে অবিতরণকৃত চাল আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সারওয়ার আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। বগুড়ার সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, দুর্নীতি দমন আইনে গত বুধবার রাতে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের হয়েছে। এই মামলায় চেয়ারম্যান হেদাইদুলকে গ্রেফতারে অভিযান চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist