প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২২ জুন, ২০১৮

বিএনপির বিক্ষোভে খালেদার সুচিকিৎসা ও মুক্তির দাবি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

বাগেরহাট : বাগেরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলমের সভাপতিত্বে বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান শান্ত, যুবদলের সম্পাদক আয়ুব আলী মোল্লা বাবু, সদর উপজেলা বিএনপির সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, যুবদলের যুগ্ম সম্পাদক মহিতুষ জামান দুলাল, সাংগঠনিক সম্পাদক মোকাদ্দেস হোসেন ডলার, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ, সম্পাদক আলী সাদ্দাম দীপ প্রমুখ।

টাঙ্গাইল : টাঙ্গাইলে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সামছুল আলম তোফা, সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল ও অঙ্গসংগঠনের সব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে সমাবেশ উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা শাহজাহান, সাবেক ছাত্র নেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস, বিএনপি নেতা ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার মাহাবুব, যুবদল নেতা মনির খান, তারেক, ছাত্রদল নেতা সুজন মৃধা, শফিকুল ইসলাম, সাগর প্রমুখ।

নোয়াখালী : নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সম্পাদক অ্যাড. আবদুর রহমান, সভাপতি গোলাম হায়দার বিএসসি, পৌর বিএনপির সভাপতি আবু নাছের, শহর বিএনপির সম্পাদক শাহ্ জাফর উল্যাহ রাসেল, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক টপি, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সম্পাদক জসিম উদ্দিন ভিপি, জেলা বিএনপির দফতর সম্পাদক ওমর ফারুক, জেলা কৃষকদলের আহ্বায়ক রবিউল হাসান পলাশ, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মিজানুর রহমান মিজান, ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমুখ।

বান্দরবান : বান্দরবানে প্রশাসনের অনুমতি না নিয়ে বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিলে পুলিশ লাঠি চার্জ করে বিএনপির নেতাকর্মীদের ছত্র ভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির ৬ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন যুবদল নেতা সেলিম রেজা, পৌর যুবদল যুগ্ম সম্পাদক কাসেম, কলেজ ছাত্রদল নেতা শাহাদাত, উক্যা মারমা, বাপ্পী চাকমা ও ইউসুফ।

নাটোর : নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্পাদক আমিনুল হক, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক কাজী শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু। তবে নাটোর সদর থানার ওসি মশিউর রহমান তা অস্বীকার করেন।

নরসিংদী : নরসিংদীতে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সহ-সভাপতি অ্যাড. আবদুল বাছেদ, যুগ্ম সম্পাদক হারণ অর রশিদ, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীপু, উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা এ কে নেছার উদ্দিন, সাবেক সভাপতি এম এন জামান, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সম্পাদক ফারুখ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ, সম্পাদক হাসানুজ্জামান সরকার প্রমুখ।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় সমাবেশে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস ধীরন, শহর বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ছাত্র দলের সভাপতি মোজাম্মেল হক মুন্না, যুবদলের সাধারন সম্পাদক আ. সালাম প্রমুখ।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জনাব আ. রব রাজা, সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এন আবসার, যুগ্ম সম্পাদক অ্যাড. আবদুল মালেক মিন্টু, সদর উপজেলা বিএনপির সম্পাদক মফিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সম্পাদক ইব্রাহিম খলিল, মহিলাদলের সম্পাদিকা কুহেলী দেওয়ান প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা বিএনপির সাবেক সম্পাদক কামরুল হাসান সেলিম, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান সরকার, সাঘাটা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাদুল্যাপুর থানা বিএনপির সভাপতি ছামছুল হাসান সামছুল, জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরী, সম্পাদক আবদুর রাজ্জাক ভুট্টু, কৃষকদল সভাপতি ইলিয়াছ হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন, ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সম্পাদক তারেকুজ্জামান তারেক, মহিলা কাউন্সিলর দিলরুবা পারভীন ঝর্না প্রমুখ।

ফরিদপুর : ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সম্পাদক একে এম কিবরিয়া স্বপন, ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজওয়ান, সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, আলী রেজওয়ান বিশ্বাস তরুন প্রমুখ। অপরদিকে জেলা বিএনপির ব্যানারে সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছল বের করা হয়।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা অ্যাসোসিয়েশন হল প্রাঙ্গনে পুলিশের বাধার মুখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। তবে পুলিশ বাধা প্রদানের অভিযোগ অস্বীকার করে বলছে নিরাপত্তার বিষয়টি সামনে রেখে তাদের চলে যেতে বলা হয়েছে।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুবুর হোসেন, সহ-সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা, দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, পৌর বিএনপির সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব প্রমুখ।

বরিশাল : বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ। এর আগে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল যৌথভাবে নগরীতে বিক্ষোভ মিছিল করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist