সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

  ২১ জুন, ২০১৮

গরু চরানো কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

জামালপুরের সরিষাবাড়ীতে মাঠে গরু চরানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পূর্ব মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে পূর্ব মালিপাড়া গ্রামের কৃষক চান মিয়া বাড়ির পাশের মাঠে গরু চরানো নিয়ে পার্শ¦বর্তী জুরন মিয়ার পাটখেত ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে।

বুধবার সকালে চান মিয়ার ছেলে ফরহাদ একই গ্রামে আত্মীয়ের বাড়িতে গেলে পূর্বের ঘটনার জের ধরে জুরন মিয়ার লোকজন তাকে বেঁধে মারধর করে। খবর পেয়ে ফরহাদের পরিবারের লোকজন তাকে উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।

গুরুতর আহতদের মধ্যে ফরহাদ, চান মিয়া, রঞ্জু, তারা, হাফিজুর, মজিবর, লিলি বেগম, রোকেয়া, চামেলি, রোজিনা, ফরিদুল, মর্জিনা, মহর, কাবিল, শাবান, আমিনুল, দেলোয়ার, মিল্টন, মিঠু, হাফিজ, আল-আমিন ও জীবনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় মজিবর ও চামেলিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন জানান, গরু চরানোকে কেন্দ্র করে দুইপক্ষের বিরোধ ছিল। এর জের ধরে বুধবার সংঘর্ষ হয়েছে। তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist