গোপালগঞ্জ প্রতিনিধি

  ১৪ জুন, ২০১৮

মৃত্যুর আগে মুক্তিযোদ্ধা ভাতা চান ক্যানসার আক্রান্ত হরিপদ

মহান স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেন মুক্তিযোদ্ধা হরিপদ বিশ্বাস। বর্তমানে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত তিনি। টাকার অভাবে করাতে পারছেন না চিকিৎসা। তবে স্থানীয়ভাবে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত থাকলেও মিলেনি রাষ্ট্রীয় ভাতা।

কোটালীপাড়া উপজেলার নেছার উদ্দিন তালুক দার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারি শিক্ষক হিসাবে চাকরি করে গত ১৫-১৬ বছর ধরে অবসরে আছেন। মুক্তিযোদ্ধা হরিপদ বিশ^াস বলেন, স্বাধীনতা সংগ্রামে সৈনিক হিসাবে ৯নং সেক্টরে যুদ্ধে অংশ গ্রহণ করেছি। তৎকালিন সশন্ত্রবাহিনীর অধিনায়ক মোহাম্মদ আতাইল গনী ওসমানি দেশ রক্ষা বিভাগ তথা স্বাধীনতা সংগ্রামের সনদপত্র দিয়েছেন। যার ক্রমিক নং-১৮৬২০৪। তিনি আরো জানা, ভারতের আসাম রাজ্যে তেঁজপুর ক্যান্টমেন্ট শিবির থেকে প্রশিক্ষণ নেন। গজেন্দ্র কুমার ত্রিপাটি ছিলেন তার প্রশিক্ষক। এছাড়াও বিশেষ গেরিলা বাহিনীর কেন্দ্রীয় প্রত্যয়নপত্র রয়েছে তার। তিনি আক্ষেপ করে বলেন, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও এখন পর্যন্ত মুক্তিযোদ্ধার ভাতা থেকে বঞ্চিত। বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরেছি ভাতা পাওয়ার জন্য। অবশেষে ২০১৪ সালে অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র জমাও দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত কোন ফল পাইনি। আর কয়দিন বাঁচব, মৃত্যুর আগে মুক্তিযোদ্ধার ভাতা পেতে চাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist