হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

  ১০ জুন, ২০১৮

হাজীগঞ্জে অর্ধশতাধিক স্কুলে নেই প্রধান শিক্ষক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ১৫৭ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অর্ধশতাধিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে বিদ্যালয়গুলোয় প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে পাঠদান, প্রশাসনিকসহ অন্যান্য কার্যক্রম।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৫৭ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫০ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। যার মধ্যে পৌরসভায় দুটি, রাজারগাঁও ইউনিয়নে ১০টি, বাকিলা ইউনিয়নে ৪টি, কালচোঁ উত্তর ইউনিয়নে ৪টি, কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ২টি, বড়কুল পূর্ব ইউনিয়নে ১টি, বড়কুল পশ্চিম ইউনিয়নে ৪টি, হাটিলা পূর্ব ইউনিয়নে ৫টি, গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নে ৩টি, গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নে ৯টি, হাটিলা পশ্চিম ইউনিয়নে ২টি ও দ্বাদশগ্রাম ইউনিয়নে ৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। যেহেতু শিক্ষাব্যবস্থার মূল ভিত হচ্ছে প্রাথমিক শিক্ষা, সেহেতু এর গুণগতমান নিশ্চিত করতে হলে অতি দ্রুত এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদগুলো পূরণ করা দরকার বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়গুলো পরিচালনা পর্ষদ, অভিভাবক, শিক্ষকরা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বুলবুল সরকার জানান, যেসব বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষকের পদ শূন্য, সেসব বিদ্যালয়ের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন জেলায় শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ করা হয়েছে। আশাকরি আমরাও পেয়ে যাব।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহাবুদ্দিন জানান, শূন্যপদে প্রধান শিক্ষকের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছেন। আশাকরি শিগগিরই আমাদের শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist