গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

  ১০ জুন, ২০১৮

দরপত্র আহ্বানে অনিয়ম

রহনপুর পৌর মেয়রের বিরুদ্ধে ঠিকাদারদের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর মেয়র তারিক আহমদ ও সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু সায়েমের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ঠিকাদাররা। গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাবে রহনপুর ঠিকাদার সমিতি আয়োজিত এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির আহবায়ক শওকাত আলীর পক্ষে সদস্য মতিউর রহমান খান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বাস্তবায়িত জলবায়ু পরিবর্তন প্রকল্পের ৪টি কাজ কোন প্রকার দরপত্র আহবান ছাড়াই ও স্থানীয় ঠিকাদারদের অবহিত না করে গত ১৯ এপ্রিল ২টি ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়েছে। এছাড়া এ কাজগুলোর দরপত্র আহবানের বিষয়টি জেলার অন্যান্য ঠিকাদাররাও অবহিত নন বলে সংবাদ সম্মেলনে জানান হয়। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ হয়, ২০১৬-১৭ অর্থবছরে রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের একটি ড্রেন নির্মাণ না করেই সম্পূর্ণ বিলের অর্থ সংশ্লিষ্ট ঠিকাদারকে পরিশোধ করা হয়। যা পরে মেয়র ও সহকারী প্রকৌশলী ওই অর্থ ভাগাভাগি করে নেন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ২০১৬-১৭ ও চলতি ২০১৭-১৮ অর্থবছরে এডিপির বরাদ্দের প্রায় ৭০% অর্থ ভুয়া কোটেশনের মাধ্যমে লোপাট করা হয়েছে। কোটেশনগুলোতে যে কাজ ৫-১০ হাজার টাকায় হবে সে কাজ প্রতিটির কোটেশন বিল প্রায় ৫ লাখ টকা করে দেখানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist