চট্টগ্রাম ব্যুরো

  ১০ জুন, ২০১৮

বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল

গতকাল শনিবার বিকেলে ঘন্টাখানেক বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চল। বেশ কয়েকটি এলাকায় দোকান ও বাসাবাড়িতে বৃষ্টির পানি ঢুকে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন সেখানকার বাসিন্দারা। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মুষলধারে বৃষ্টি শুর¤œ হয়। ঘন্টাখানেকের ওই বৃষ্টিতে নগরীর প্রবর্তক মোড়, চকবাজার, বাদুরতলা, আরাকান হাউজিং, বাকলিয়া, মুরাদপুর, দুই নম্বর গেইট, হালিশহর, আগ্রাবাদ এক্সেস রোড, আগ্রাবাদ সিডিএ আবাসিকসহ নিচু এলাকাগুলো হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায়। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছে। বৃষ্টির কারণে সেসব এলাকায় হাঁটুপানি জমে যাওয়ায় যান চলাচল বিঘিœত হয়। তবে বৃষ্টি থামার আধা থেকে এক ঘন্টার মধ্যে পানি নেমে যায়। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর বা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যšত্ম ২৪ ঘণ্টায় ২৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নগরীতে হালিশহর এলাকার বাসিন্দা মো. মামুন বলেন, সামান্য বৃষ্টিতেই এক্সেস রোড়ে পানি জমে যায়। জলাবদ্ধতা যেন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। একটু বৃষ্টি পড়লেই এ এলাকা পানিতে তলিয়ে যায়। বৃষ্টি থামার ঘন্টাখানেক পর পানি নেমে যায়। টানা বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist