এম এ রউফ, সিলেট

  ০৪ জুন, ২০১৮

এখনো জমে ওঠেনি সিলেটের ঈদবাজার

ঈদকে সামনে রেখে জমকালো পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। তবে এখনো জমে ওঠেনি ঈদবাজার। সিলেট নগরীর বিভিন্ন মার্কেটে ক্রেতাদের তেমন ভিড় চোখে পড়েনি। যানজট আর ভিড়ের কথা মাথায় রেখে কেউ কেউ অবশ্য আগেভাগেই ঈদের শপিং সেরে ফেলেছেন। আবার কেউ কেউ এসেছেন, নতুন ডিজাইন আর দাম যাচাই করতে।

এখন ক্রেতা কম হলেও বিক্রেতারা আশা করছেন, আগামী মঙ্গলবার থেকে পুরোপুরি জমজমাট হবে ঈদবাজার। নতুন ফ্যাশন থেকে শুরু করে একটু পুরনো কাজ প্রায় সব আইটেমই থাকছে এবার ঈদ কালেকশনে। বিক্রেতাদের প্রত্যাশা, আগামী দুই-তিন দিনের মধ্যেই তাদের মূল বেচাকেনা শুরু হবে। অবশ্য অনেক বিক্রেতারা জানিয়েছেন, এখন অল্প একটু বেচাকেনা হচ্ছে। আর বেশ কয়েকজন ক্রেতা জানিয়েছেন, এ পর্যন্ত তাদের কাছে দাম তেমন বেশি বলে মনে হয়নি। তবে ভিড় এড়াতে বা একটু সস্তায় পণ্য কিনতে অনেকেই এখন থেকেই শুরু করেছেন কেনাকাটা। নয়াসড়ক মাহার স্টোরের ম্যানেজার সাইফুল ইসলাম প্রতিদিনের সংবাদকে জানান, নতুন থ্রি-পিস সারাহর দাম চার হাজার ৫০০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত, নতুন কাতান শাড়ি মিশ্রার দাম ১৪ থেকে ১৫ হাজার, নতুন পাঠান পাঞ্জাবি ১৮০০ থেকে ৩২০০ টাকা। এছাড়াও মাহা ফ্যাশন, ইভ, মিলেনিয়াম, সিটি সেন্টার, ব্লু ওয়াটার, আল-হামরা, মধুবন, শুকরিয়া, সিলেট প্লাজার মার্কেটগুলোর চিত্র একই রকম দেখা গেছে। তবে দু-একদিন পর পাল্টে যাবে মার্কেটেগুলোর চিত্র। মার্কেটের ব্যবসায়ী জুনেদ আলী বলেন, এখন ক্রেতাদের তেমন একটা ভিড় নেই। তবে ঈদের ঠিক আগ মুহূর্তে অনেক ব্যস্ত থাকতে হয়। তবে সিরাজুননেছা নামের এক ক্রেতা জানান, রোজার শুরুতে দাম একটু কম থাকে। পরে হয়তো আরো বেড়ে যাবে। তাই একটু আগে আগেই আসা। একজন ক্রেতা বলেন, এখন লোকজনের ভিড় কম, আর দামও হাতের নাগালে। তাই এই সুযোগে কেনাকাটার কাজটা শেষ করে ফেলছি। আর আগে এলে অনেক সময় নিয়ে নিজেদের পছন্দমতো কেনাকাটা করা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist