সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর)

  ০২ জুন, ২০১৮

ইসলামপুর পৌর শহরের রাস্তা বেহাল

জামালপুরের ইসলামপুর পৌরসভায় এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের রাস্তাটি বেহাল। প্রতিদিন এ রাস্তায় স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। সামান্য বৃষ্টি হলেই এ রাস্তাটিতে স্থায়ী জলাবদ্ধতা রূপ নেয়। শহরের গুরুত্বপূর্ণ রেলগেট থেকে পাটনিপাড়া মোড় পর্যন্ত রাস্তায় ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এই রাস্তায় চলতে গিয়ে দুর্ভোগে পড়ছেন পথচারী ও বিভিন্ন যানবাহন। ঘটছে দুর্ঘটনাও।

এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছালমা, লাভলী, শাপলাসহ আরো অনেক শিক্ষার্থী জানান, কলেজ থেকে প্রবেশ ও বাহির হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এটি। সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কলেজ থেকে বের হয়ে রেলগেটে যেতে সময় লাগত ১ মিনিট। আর এখন অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে সময় লাগে ১৫ মিনিট।

ব্যাটারিচালিত ইজিবাইক চালক ইসমাইল জানান, এ রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হয়। আরেক ইজিবাইক চালক দুলাল মিয়া জানান, গতকাল শুক্রবার তিনি সর্দারপাড়া থেকে চার বস্তা ধান নিয়ে মিলে যাচ্ছিলেন। এ সময় গর্তের মধ্যে পড়ে তার ইজিবাইকটি উল্টে যায়। এজন্য তিনি রাস্তার বেহাল অবস্থাকে দায়ী করেন। এ ব্যাপারে ইসলামপুর পৌর মেয়র আবদুল কাদের শেখ বলেন, ‘বিষয়টি নিয়ে আমি ইউএনওর সঙ্গে কথা বলেছি। ইতিপূর্বে তিনবার রাস্তাটি মেরামত করেছি। কিন্তু পৌর নিয়ম না মেনে জেজেকেএম গালস হাইস্কুল ও মহিলা ডিগ্রি কলেজের সীমানাপ্রাচীর নির্মাণ করায় রাস্তার জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা নিতে পারছি না। স্থানীয়রা সহযোগিতা করলে অবৈধ দেয়াল ভেঙে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist