জয়পুরহাট প্রতিনিধি

  ০১ জুন, ২০১৮

ডাক্তারের ট্যাবলেট কেটে ওয়ার্ড বয়ের ইনজেকশন!

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে রোগীর প্রেসক্রিপশন লিখে দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে ডাক্তার, নার্স ও কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, গত বুধবার রাতে একটি শিশু হাসপাতালে ভর্তি হলে সকালে ডাক্তার রোগীকে প্রেসক্রিপশনে ট্যাবলেট লিখে দেন। পরে এক ওয়ার্ড বয় ট্যাবলেটের পরিবর্তে ইনজেকশন আনার জন্য লিখে দেয়। ভুল ইনজেকশন লিখে দেওয়ার কারণে ওয়ার্ড বয়ের সঙ্গে রোগীর স্বজনদের চড়-থাপ্পরের ঘটনা ঘটে। এরপর হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা বিক্ষোভ করে।

হাসপাতালে তত্বাবধায়ক ডা. এফ.এ মুছা আল-মানছুর বলেন, রোগীর ব্যবস্থাপত্রে ওয়ার্ড বয়ের ট্যাবলেটের বদলে ইনজেকশন দেওয়ার অভিযোগে সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখন পরিস্থিতি স্বাভাবিক। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist