বাগেরহাট প্রতিনিধি

  ০১ জুন, ২০১৮

পুরান বইয়ের দোকানে ১৬ বস্তা সরকারি বই!

বাগেরহাটে বিক্রয় নিষিদ্ধ মাধ্যমিক পর্যায়ের ১৬ বস্তা সরকারি বই আটক করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বই ক্রয়ের অভিযোগে ব্যবসায়ী রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের আমলাপাড়া ছোট কবরখানা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিমুজ্জামান মিলন ও নাহিদা আক্তার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিমুজ্জামান মিলন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছোট কবরখানা মোড়ে রফিকুল পেপার স্টোরে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ চলতি বছরের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১৬ বস্তা বই পাওয়া যায়। পরে ওই পেপার স্টোরের মালিক রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত বইগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদা আক্তারের জিম্মায় রাখা হয়েছে। বইয়ের ক্রেতা রফিকুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় শহরের আল ইসলাহ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী এম শোয়ায়েব টিপু ও দফতরি লোকমান হোসেনের কাছ থেকে এসব বই ক্রয় করেন।

বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, বিনামূল্যে বিতরনকৃত বইগুলো সরাসরি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বরাবরই আসে। তদন্ত সাপেক্ষে বই বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist