প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ মে, ২০১৮

সাত ইউনিয়নের বাজেট ঘোষণা

নাটোর সিংড়ার চৌগ্রাম ইউনিয়ন, খুলনার কয়রা বাগালী ইউনিয়ন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নসহ আটটি ইউনিয়নে ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার স্ব স্ব ইউপি কার্যালয়ে এসব বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান ও সচিবরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ

সিংড়া (নাটোর) : উপজেলার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ২ কোটি ৩ লাখ ৭৭হাজার ৬৯০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলার সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন সচিব মুকুল কুমার। এসময় আওয়ামী নেতা রাজ্জাক, আলতাব হোসেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, সাধারণ সম্পাদক রাজু আহমেদ সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন

কয়রা (খুলনা) : উপজেলার ২নং বাগালী ইউনিয়ন পরিষদের গতকাল বুধবার চেয়ারম্যান আব্দুস সাত্তার ৩ কোটি ১৭ লাখ ১৪ হাজার ১৫২ টাকার বাজেট ঘোষণা করেন।এতে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। ইউনিয়ন আঃলীগের সভাপতি ছাত্তার সানা, ইউপি সদস্য সোহরাব হোসেন, পংকজ কুমার সানা প্রমুখ উপস্থিত ছিলেন।

মোড়েলগঞ্জ : উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে ৩ কোটি ৯৮ লাখ ৭৪ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট সভায় ইউপি সদস্য মৃধা মনিরুজ্জামান জসিম, মো. আবুল কালাম আজাদ, বাকির হোসেন লুৎফর প্রমুখ উপস্থিত ছিলেন।

রাণীনগর (নওগাঁ) : রাণীনগর সদর ইউনিয়ন পরিষদে ১ কোটি ৮৮ লাখ ২৭ হাজার ৫ শত ৮৮ টাকার বাজেট ঘোষণা করা হয়। রাণীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান পিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মো: নাহিদ, সকল ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গঙ্গাচড়া (রংপুর) : রংপুরের গঙ্গাচড়ায় ৩নং বড়বিল ইউনিয়ন পরিষদে ৩ কোটি ৪৫ লাখ ৬ হাজার ৬২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে বড়বিল ইউপি চেয়ারম্যান আফজালুল হক রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান ফসিউল আলম দুলু, ইউপি সদস্য সাইফুল ইসলাম, রানু আহম্মেদ, আতাউর রহমান, আব্দুল বাতেন, লিটন মিয়া, আবুল হাসান খোকন, সংরক্ষিত মহিলা সদস্য সাইয়েদা বেগম, লাইলা বেগম, সুবর্ণা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

পাইকগাছা (খুলনা) : পাইকগাছার রাড়–লী ইউনিয়ন পরিষদে গতকাল বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি ইউপি সচিব সঞ্জিব কুমার ঘোষ ২ কোটি ২৫ লাখ ৮০ হাজার ৪শ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, ইউপি সদস্য রেজাউল করিম শেখ, আব্দুল হামিদ গাজী, আব্দুস সাত্তার গাজী, আবুল কালাম আজাদ, রণজিৎ দাশ উপস্থিত ছিলেন।

শিবালয় (মানিকগঞ্জ) : শিবালয়ের মহাদেবপুর ইউনিয়ন পরিষদের গতকাল বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ মোহাম্মদ মাহমুদুল আমিন ডিউকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মতিন, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, জেলা ডিএফের আকতার উজ্জামান, মহাদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নত আলী, প্রতিদিনের সংবাদের সাংবাদিক সঞ্জয় সুত্রধর প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist