বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

  ২১ মে, ২০১৮

ভোট গ্রহণে বাধা নেই বকশীগঞ্জ পৌরসভায়

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিতাদেশ রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টের আপিল বিভাগ। গতকাল রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সমন্বয় বেঞ্চ আওয়ামী লীগ প্রার্থী শাহীনা বেগমের দায়ের করা রিটটি খারিজ করে দেয়। এতে করে বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাধা কেটে গেল।

জানা গেছে, গত বছরের ২৮ ডিসেম্বর বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে ১২টি কেন্দ্রের মধ্যে মালিরচর হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এরপর অনেক তদন্তের পর পুনরায় ওই স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়। গত ২৯ মার্চ ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী ও তৃতীয় স্থানে থাকা শাহীনা বেগম নির্বাচনের আগের দিন হাইকোর্টে রিট করে ভোট গ্রহণের ওপর স্থগিতাদেশ আনলে নির্বাচন বন্ধ হয়ে যায়। পরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও নজরুল ইসলাম সওদাগর হাইকোর্টের আপিল বিভাগে শাহীনা বেগমের রিট বাতিলের আবেদন করলে আপিল বিভাগ শাহীনা বেগমের রিট টি খারিজ করে দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist