ইমরান হোসাইন, পাথরঘাটা (বরগুনা)

  ১৮ মে, ২০১৮

পাথরঘাটায় দরিদ্রদের আবাসনে বিত্তবানরা

বরগুনার পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের গাব্বাড়িয়া বলেশ্বর আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মিত সরকারি ঘরে অবৈধভাবে বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। এদের মধ্যে ওই এলাকার মোহাম্মদের ছেলে সোহরাফ একাই তিনটি ঘর দখল করে আছেন।

স্থানীয়দের অভিযোগ, আবাসনে ৪০টি কক্ষ থাকলেও যার অধিকাংশ-ই নানাভাবে বেদখল হয়ে আছে। সুফল পায়না প্রকৃত গরীবরা। এর প্রতিবাদ করলে তাদের নারী নির্যাতন মামলায় জড়িয়ে দেয়ার হুমকি দেয় হয়।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সরকার গরীবের জন্য যে আবাসন প্রকল্প নির্মাণ করেছে সেখানে পেশিশক্তির জোরে থাকছেন ওই এলাকার সোহরাফ এবং আবুল হোসেনসহ বেশ কয়েক জন। যাদের রয়েছে বাড়িঘর সহায়-সম্পত্তি সবই। আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম মাথায় বিশাল কৃষি খামার দখল করে বিভিন্ন সবজি আবাদ করেছে সোহরাফ। অন্যদিকে আবাসনের পূর্বমাথায় বিশাল জমি দখল করে চাষবাস করছেন আবুল হোসেন নামের আরেকজন। গরীবের জন্য নির্মিত ঘরগুলোতে মাছধরা জাল-দড়িসহ নানা মালামাল রেখে দখল করেছেন সোহরাফ এবং আবুল হোসেন। নদীভাঙন সহ নানা কারণে ভিটেমাটিহারা হেমায়েত আর ছালেহা বেগম ওই আশ্রয়নে উঠার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন এ বিষয়ে সোহরাফ প্রতিদিনের সংবাদকে বলেন, ‘আমাকে কোনো ক্রমেই ঘর থেকে নামানো যাবেনা। আগে আরও যারা ঘর দখল করে আছে তাদের নামান, তারপরে দেখা যাবে।’

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, অবৈধভাবে কেউ দখল করে থাকলে অবশ্যই তারা ছেড়ে দিবে এবং আমরা তা উদ্ধার করব। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist