কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

  ১৮ মে, ২০১৮

কলারোয়ায় টানা সাত দিন উড়েছে জাতীয় পতাকা

সাতক্ষীরার কলোরোয়া উপজেলা ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলনের সাত দিন পর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে নামানো হয়েছে। ভূমি অফিসের এমন খামখেয়ালিপনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা। জাতীয় পতাকা অবমাননা করার ঘটনায় তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সরেজমিনে মঙ্গলবার রাত ৯টার দিকে কলারোয়া উপজেলা ভূমি অফিসে গিয়ে দেখা গেছে, অফিস বন্ধ থাকলেও জাতীয় পতাকা উত্তোলন করা। পরে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে রাত ১০টার দিকে ভূমি অফিসের নাইড গার্ড মহাসিন আলী এসে পতাকা নামিয়ে নেন। এ বিষয়ে উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ইউএনও মনিরা পারভীন বলেন, জাতীয় পতাকাকে অবমাননা বরদাশত করা হবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist