সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৭ মে, ২০১৮

জনপ্রশাসন পদক পাচ্ছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক

যমুনা বিধৌত সিরাজগঞ্জ জেলায় প্রতি বছর বন্যায় প্রান্তিক পর্যায়ের অপেক্ষাকৃত গরিব তাঁতীরা বেশি ক্ষতির শিকার হয়ে থাকে। ফলে তাঁতশিল্প হুমকির সম্মুখীন হয়ে পড়ে। এরই মধ্যে তাঁতশিল্পকে জেলা ব্র্যান্ডিং হিসেবে ঘোষণা করে প্রান্তিক পর্যায়ের তাঁতিদের অবস্থা উন্নীতকরণের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতি বছর সরকারি প্রতিষ্ঠান ও কর্মচারীদের ব্যক্তিগত ও দলগত বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি খাতে সেবা সহজীকরণ কিংবা সেবায় উদ্ভাবনী চিন্তার জন্যে জনপ্রশাসন পদক দিয়ে থাকে। এ বছর সিরাজগঞ্জের প্রান্তিক তাঁতীদের প্রণোদনা প্রদানের মাধ্যমে তাঁতশিল্পের উন্নয়নে অবদান রাখায় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা ও তার দল জনপ্রশাসন পদকের জন্য পেয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার জানানো হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা প্রতিদিনের সংবাদকে বলেন, তাঁতীদের জন্য আমরা সরকারিভাবে বিভিন্ন ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার পাশাপাশি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে অর্থায়নের ব্যবস্থারও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা এবং ধনী ব্যক্তিদের অর্থায়নের আহবান করে একটি তহবিল গড়ে তুলতে পারলে উদ্যোগটি টেকসই হবে এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist