মদন (নেত্রকোনা) প্রতিনিধি

  ১৬ মে, ২০১৮

মদনে দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নেত্রকোনার মদন উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে।

আহতদের মধ্যে সাদ্দাম, ছদ্দু মিয়া, উসমান, রুস্তম আলী, সাইদুর রহমান, এমদাদ মিয়া, নান্টু মিয়া, আমিন ও মঞ্জু মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মদন ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রহিছ মিয়ার গ্রুপের সঙ্গে একই গ্রামের আ.লীগ নেতা তাজুল ইসলামের বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানা ও আদালতে কয়েকটি মামলা হয়েছে। গত সোমবার রাতে তাজুল ইসলাম গ্রুপের লোকজন রহিছ মিয়া গ্রুপের লোকজনের নামে মদন থানায় একটি ইভটিজিংয়ের অভিযোগ করেন। এর জের ধরে মঙ্গলবার সকালে দক্ষিণপাড়া ঈদগা মাঠের পাশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মদন থানার এসআই মমতাজ উদ্দিন জানান, সোমবার তাজুলের চাচাত ভাই তবুজ মিয়া রহিছ মিয়ার গ্রুপের আকু মিয়ার ছেলে আরাফাতের নামে ইভটিজিংয়ের একটি অভিযোগ দায়ের করেন। তাছাড়া ওই দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে। বর্তমানে এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist