রাবি প্রতিনিধি

  ১৫ মে, ২০১৮

আমরা উন্নত দেশের প্রেসক্রিপশনের গণতন্ত্র চাই না : রাবি উপাচার্য

রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান বলেছেন, আমরা এমন গণতন্ত্র চাই না, যেটা দেশকে পিছিয়ে নিয়ে যায়। আমরা উন্নত দেশের প্রেসক্রিপশনের গণতন্ত্র চাই না। কেননা তারা প্রেসক্রিপশন দেয় শোষণের জন্য। যে গণতন্ত্র মানুষের দু’মুঠো খাবার যোগাতে পারে না, শিক্ষার ব্যবস্থা করতে পারে না, সে গণতন্ত্রের প্রয়োজন নেই। গণতন্ত্র হতে হবে দেশের সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আনন্দ শোভাযাত্রাপূর্ব এক সমাবেশে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান।

উপাচার্য আরও বলেন, ‘বাংলাদেশ এখন বিভিন্ন সূচকে ভারতের চেয়েও অনেক এগিয়ে। স্যাটেলাইট উৎক্ষেপণ আমাদের জন্য অত্যন্ত গর্বের। প্রথমবার এই স্যাটেলাইট উৎক্ষেপণে কিছু ত্রুটি হয়েছিল। এতে অনেকেই সমালোচনা করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী এসব সমালোচনার সমুচিত জবাব দিয়েছেন। এই উন্নয়ন এখন আর কাগজে-কলমে সীমাবদ্ধ নেই। কৃষি, শিক্ষা-গবেষণা, শিল্প, প্রযুক্তিসহ সর্বক্ষত্রেই বাংলাদেশ এখন ভালো অবস্থানে রয়েছে।’ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় শোভাযাত্রা শেষে উপউপাচার্য অধ্যাপক আনন্দকুমার সাহা সিনেট ভবন চত্বরে সমাপনী বক্তব্য দেন।

পরে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলাদেশ মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষকুমার কর্মকারসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়াও শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহ¯্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist