পটুয়াখালী প্রতিনিধি

  ১৪ মে, ২০১৮

পটুয়াখালী গলাচিপার চিকনিকান্দি ইউপি উপনির্বাচন কাল

আর মাত্র একদিন পরেই পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এক মেম্বার পদে উপনির্বাচন। গত ১ মার্চ ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ হোসেন বাদলের মৃত্যু হলে পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন এ শূন্য পদে নির্বাচনের জন্য আগামী ১৫ মে মঙ্গলবার ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে।

এদিকে, তফসিল ঘোষণার পর চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেন। একজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় ভোটের লড়াইয়ে রয়েছেন চারজন।

প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন রিয়াদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শিপলু খান, ইসলামী আন্দোলনের প্রার্থী (হাতপাখা) মো. জাকির হোসেন মুন্সী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) মো. মহসিন মিয়া।

জেলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, এ ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ২০০ ও মহিলা ভোটার ৬ হাজার ৭৯৮ জন। সরেজমিন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে আলাপ করলে তারা জানান, মূলত আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে লড়াই হবে। তবে আওয়ামী লীগ প্রার্থীর জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের বিদ্রোহী প্রার্থী মো. মহসিন মিয়া।

এদিকে, বিএনপি প্রার্থী শিপলু খান কিছুটা স্বস্তিতে রয়েছেন। এ দলের প্রার্থী শিপলু খান সুষ্ঠু, নিরপেক্ষ, ভোটারদের ভোট কেন্দ্রে নিরাপদে যেতে পারা নিশ্চিত, সরকারদলীয় প্রভাবমুক্ত নির্বাচন হলে তার জয় সময়ের ব্যাপার মাত্র। ইউনিয়ন পরিষদের নির্বাচনে আঞ্চলিকতা একটা বড় ফ্যাক্টর। নিজ নিজ এলাকার ভোটারদের ধরে রাখতে পারলে তারই এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছেন বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক কোটখালী গ্রামের কয়েকজন ভোটার। এ ছাড়া চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলনের উল্লেখযোগ্য মুরিদ রয়েছে এ ইউনিয়নে। এ দলের প্রার্থী মো. জাকির হোসেন মুন্সী সবাইকে একাট্টা করতে পারলে কার গলায় পরবে জয়ের মালা তা নির্ণয় করা এখন কঠিন হয়ে পড়েছে

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist