চট্টগ্রাম ব্যুরো

  ১৪ মে, ২০১৮

চট্টগ্রামে ৩৫ লাখ টাকা মূল্যের কাঠসহ গ্রেফতার ১

চট্টগ্রামে সরকারি বন থেকে অবৈধভাবে সংগ্রহকৃত ৩৫ লাখ টাকা মূল্যের ৭৯৭ সিএফটি কাঠসহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গতকাল রোববার দুপুরে নগরের বাকলিয়া থানাধীন বলির হাট এলাকায় মুস্তাফিজ স-মিলে এই অভিযান চালানো হয়। গ্রেফতার কামাল উদ্দিন (৫৩) চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন ঘাটকুল বলির হাট এলাকার মৃত হাজী নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুস্তাফিজ স-মিলে অভিযান চালিয়ে অবৈধ ৭৯৭ সিএফটি চোরাই কাঠ উদ্ধারসহ কামালকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল স্বীকার করেছে যে বিভিন্ন সরকারি বন থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে করে নিয়ে এসে ওই স-মিলে জমা করতেন তিনি। পরবর্তীতে বিভিন্ন সময় দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করতেন। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist