গবি প্রতিনিধি

  ১৩ মে, ২০১৮

গবিতে জনস্বাস্থ্যবিষয়ক ছবি প্রতিযোগিতা

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র ও গণবিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে প্রথমবারের মতো জনস্বাস্থ্যবিষয়ক ছবি প্রতিযোগিতা। ‘ফটোগ্রাফিতে জনস্বাস্থ্য ফুটিয়ে তুলুন আপনার ক্যামেরায়’ এই শিরোনামে প্রতিযোগিতায় একজন সর্বোচ্চ তিনটি ছবি জমা দিতে পারবেন। আগামী ১৫ জুনের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্র এবং গণবিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে। ছবি ই-মেইল করতে হবে এই ঠিকানায় [email protected] এ আয়োজনে সমন্বয়কারী হিসেবে থাকছে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগ। বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল বাসার বলেন, জনস্বাস্থ্য সম্পর্কে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ধারণা জানতে এবং এ বিষয়ে তাদেরকে আরো উৎসাহিত করার উদ্দেশেই এই আয়োজন। তিনি আরো বলেন, প্রতিটি ছবির সঙ্গে ৭৫-২০০ শব্দের মধ্যে বাংলা অথবা ইংরেজিতে ছবিটির জনস্বাস্থ্যবিষয়ক গুরুত্ব বর্ণনা করতে হবে। ছবিটি হতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist