প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ মে, ২০১৮

আন্তর্জাতিক নার্স দিবস

সর্বে সেবার ব্রত

‘সেবাই ধর্ম, সেবাই কর্ম’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। বিদসটিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সেবা করার ব্রত নেওয়া হয়। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

বান্দরবান : বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে র‌্যালি শেষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাজেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নার্স এসোসিয়েশনের সভানেত্রী ও বান্দরবান সদর হাসপাতাল নাসিং বিভাগের সুপার ভাইজার ডালিমা হাওলাদার, এসোসিয়েশনের জেলা সম্পাদক প্রদীপ কুমার ভট্টার্চায, সেবা অধিদফতরের কর্মকর্তা জনাবা পুমা ক্ষয়, পাবলিক হেলথ নার্স দীপ্তি রানী চেীধুরী প্রমুখ।

জয়পুরহাট : জয়পুরহাটে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সভায় বক্তব্য দেন এমআরএফ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহবুবা খাতুন, কো-চেয়ারম্যান খলিলুর রহমান, ইনস্টিটিউটের শিক্ষক আলেয়া খাতুন, তহমিনা আক্তার, রহিমা আক্তার, সুম্মা আক্তার, বেগম প্রমুখ।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে র‌্যালি শেষে সদর হাসপাতালের ডক্টরস মিলনায়তনে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আনোয়ারুল হক, নার্সিং ইনস্টিটিউট ইনচার্জ আনজুমান আরা, নার্সিং অফিসার শেখ শেফালী রহমান, নার্সিং ইনেস্ট্রাক্টর জহির রহমান লিটন প্রমুখ।

নড়াইল : নড়াইলে র‌্যালি শেষে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নার্সিং সুপার ভাইজার (ভারপ্রাপ্ত) ননী বালা বিশ্বাস। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র নার্স মুজিদা খাতুন, হেনা পারভীন, সুপ্রিয়া কুন্ডু, স্বাধীনতা চিকিৎসক পরিষদ নড়াইল জেলা কমিটির সাবেক সম্পাদক ডা. আব্দুল কাদের, আবাসিক মেডিকেল অফিসার আ.ফ.ম. মশিউরর রহমান বাবু, গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক মীনা হুমায়ুন কবির প্রমুখ।

দিনাজপুর : দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপসেবা তত্বাবধায়ক আমেনা খাতুনের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডা. কান্তা রায় রিমি, সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আলী, ডা. শামিম আরা নাজনিন, সার্সিং কর্মকর্তা নয়ন মনি প্রমুখ।

এদিকে, দিনাজপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত উপসেবা তত্বাবধায়ক উম্মেহানী আজাদীর নেতৃত্বে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন নার্সিং এসোসিয়েশন সদর হাসপাতাল শাখার সভাপতি মজিবর রহমান, সম্পাদক কাজী শাহীন প্রমুখ। এছাড়াও দিনাজপুর নার্সিং ইনস্টিটিউট, নার্সিং কলেজসহ বিভিন্ন বেসরকারি নার্সিং ইনস্টিটিউট ও কলেজ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মাহমুদুর রহমান ফিরোজ, ডা. রানী চক্রবতী, সামান্তা জাহান, সোয়েব আহম্মেদ, মাকসুদুল হাসান, সাদিয়া জারিফা, ওয়ালিদা, মোস্তাফিজুর রহমান, খায়রুন নাহার, ফাতেমা খাতুন, শিউলী আক্তার, পেয়ারা বেগম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist