যশোর (বেনাপোল) প্রতিনিধি

  ১২ মে, ২০১৮

৫৮ স্বর্ণের বার ও ১ লাখ ডলারসহ আটক ২

যশোরের বেনাপোলে প্রায় তিন কোটি টাকা মূল্যের ৫৮টি স্বর্ণের বার (৬ কেজি ৭০০ গ্রাম) ও এক লাখ মার্কিন ডলার উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় মাওলা বক্স ও আলমগীর নামে দুই হুন্ডি পাচারকারীকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বেনাপোল বাজার, ঘিবা ও রঘুনাথপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি সদস্যরা। গতকাল শুক্রবার সকালে আটক হয় স্বর্ণের আরো একটি চালান। আটক হুন্ডি পাচারকারী মাওলা বক্স রঘুনাথপুর গ্রামের মূসা মল্লিকের ছেলে ও আলমগীর হোসেন স্বরবাংহুদা গ্রামের ছাবেদ আলীর ছেলে। যশোর-৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, বৃহস্পতিবার রাতে ঘিবা সীমান্ত দিয়ে একটি সোনার চালান ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘিবা জোড়া ব্রিজের কাছে অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন এক চোরাচালানীর ফেলে যাওয়া ব্যাগ থেকে দুই কেজি ৭৪০ গ্রাম ওজনের ২৪টি সোনার বার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৭ লাখ ৮২ হাজার টাকা। একই রাতে রঘুনাথপুর সীমান্তের স্বরবাংহুদা স্কুলের পাশে অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। এদিকে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্য ল্যান্স নায়েক আবদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল বেনাপোল কাঁচা বাজার এলাকায় অভিযান চালায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist