গোপালগঞ্জ প্রতিনিধি

  ১২ মে, ২০১৮

মধুমতী নদীতে চলছে অবাধে জাটকা শিকার

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মধুমতী নদীর ভাটিয়াপাড়া থেকে শুরু চরজাজিরা ও কুমারতিয়া পর্যন্ত চলছে জাটকা ইলিশ ধরার মহোৎসব। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় জেলেদের মধ্যে কোনো সচেতনতা নেই। তারা অবাধে জাটকা ধরছে আর বিক্রি করছে কাশিয়ানী উপজেলার কালনা ঘাট ও ভাটিয়াপাড়ার বিভিন্ন হাটবাজারে। নাম প্রকাশে অনিচ্ছুক মধুমতী নদীর পারে বসবাসকারী কয়েকজন জানান, প্রতিদিন প্রায় তিন-চার মণ জাটকা ধরা পড়ে আর সেগুলো স্থানীয় বাজারে এনে দর-কষাকষির মাধ্যমে বিক্রি করা হয়। তারা আরো বলেন, এ ব্যাপারে স্থানীয় কোনো ব্যক্তি বা প্রশাসনের কোনো কর্মকর্তা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা মৎস্য অফিসার লুৎফর রহমানের মুঠোফোনে প্রতিদিনের সংবাদকে বলেন, আমি এ পর্যন্ত কয়েকবার পুলিশ বাহিনী নিয়ে নৌকাযোগে অভিযান চালিয়েছি। কিন্তু সরকারি স্বল্প বাজেটের কারণে প্রত্যেক দিন অভিযান চালানো সম্ভব নয়। তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি জাটকা ইলিশ সংরক্ষণে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist