কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ১১ মে, ২০১৮

কালীগঞ্জে ইট-বালুবাহী লরি চলাচল নিষিদ্ধ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাস্তায় ইট-বালুবাহী লরি চলাচল নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ জানান, অবৈধভাবে চলাচল করা লরিতে একদিকে স্থানীয়রা যেমন দুর্ভোগের শিকার হচ্ছেন, অন্যদিকে ওইসব লরি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে সরকারের উন্নয়ন স্থানীয়দের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনা হয়েছে।

তিনি আরো জানান, পরে সভায় সর্বসম্মতিক্রমে উপজেলায় ইট-বালুবাহী অবৈধ লরি চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ ছাড়াও উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা গাজীপুর পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ জোনাল অফিস থেকে কালীগঞ্জ উপজেলা পরিষদ পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব প্রকার ভারী যানবাহন চলাচর বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। যেহেতু এর মধ্যে কালীগঞ্জ বাজার এলাকা তাই রাত ৮টার পর মালবাহী (ট্রাক) যান চলাচল করতে পারবে।

এ ব্যাপারে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান। আর থানার ওসি মো. আবুবকর মিয়া এটি বাস্তবায়নের জন্য সভায় উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন। গতকাল দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, সদস্য সচিব ও কালীগঞ্জ থানার ওসি মো. আবুবকর মিয়া। এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist