ভোলা প্রতিনিধি

  ১১ মে, ২০১৮

কিস্তির টাকা তুলতে গিয়ে প্রাণ গেল এনজিও কর্মীর

ভোলায় ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে ছুরিকাঘাতে বিল্লাল হোসেন (৩০) নামে এক এনজিও কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি হীড বাংলাদেশ’র ভোলা সদর উপজেলা শাখার মাঠকর্মী ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের হাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল সদরের বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের টবগী স্কুল এলাকার লুৎফর রহমানের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুলু আরা বেগম নামে একজনকে আটক করেছে পুলিশ। তবে তার ছেলে রাজমিস্ত্রী বিল্লাল পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাঠকর্মী বিল্লাল হোসেন কিস্তির টাকা আদায় করতে আলীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত অজিউল্লাহ মুন্সীর স্ত্রী গ্রাহক দুলু বেগমের বাসায় যায়। এ সময় দুলু বেগম ও তার ছেলে বিল্লালের সাথে এনজিও কর্মী বিল্লালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গ্রাহক বিল্লাল এনজিওকর্মী বিল্লালকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে এনজিও কর্মীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা সদর থানায় খবর দিলে থানার ওসি ছগির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত বিল্লালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

হীড বাংলাদেশ ভোলা শাখার ম্যানেজার যগদীশ চন্দ্র মন্ডল বলেন, কিস্তির টাকা তুলতে গিয়ে আমাদের এনজিও মাঠকর্মী বিল্লাল হোসেনের প্রাণ গেল। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষিদের বিচার দাবি করছি।

ভোলা সদর মডেল থানার ওসি ছগির আহমেদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে কিস্তির টাকা তুলতে গিয়ে ছুরিকাঘাতে এনজিও কর্মী বিল্লাল হোসেনের মৃত্যু হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist