সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর)

  ০৮ মে, ২০১৮

২০ পরিবারকে গৃহবন্দি করে স্কুলের সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা

জামালপুরের ইসলামপুরে ২০ পরিবারকে গৃহবন্দি করে দরিয়াবাদ এস এম এ আর মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণ চেষ্টার অভিযোগ পাওয়া যায়। জেলার ইসলামপুর উপজেলার পৌরসভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডের পাশে দরিয়াবাদ প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার বহু পূর্ব থেকেই বিদ্যালয় মাঠের উত্তর পাশে নিজ জমিতে বাড়িঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে মিজানুর রহমান মজনু, ফজলুল হক, সাইদুল মাস্টার, মোস্তফা, হযরত আলী ও আব্দুস সামাদসহ ২০ পরিবার বসবাস করে আসছে। মিজানুর রহমান মজনু, ফজলুল হকসহ ভুক্তভোগীরা প্রতিদিনের সংবাদকে জানান, তারা নিজবাড়ি থেকে বের হওয়ার জন্য অন্য কোনো দিকে রাস্তা না থাকায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির খেলার মাঠের পশ্চিম সীমানা ধরে পাকা রাস্তায় এবং নিজবাড়িতে যাতায়াত করছিলেন। বর্তমানে সরকারিভাবে বিদ্যালয়টির স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এতে একদিকে নিজ বাড়ি থেকে অন্য কোনো দিকে যাতায়াতের রাস্তা না থাকায় দরিয়াবাদ গ্রামের ২০টি পরিবার গৃহবন্দি হওয়ার উপক্রম হয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শিরিনা পারভীন প্রতিদিনের সংবাদকে বলেন, ‘আমি এখানে চাকরি করি, কৃর্তপক্ষ যদি এসব পরিবার বের হওয়ার জন্য রাস্তা রেখে বিদ্যালয়ের বাউন্ডারি করেন তাহলে আমার করার কিছুই নেই। আবার যদি তাদের চলাচলের রাস্তা না রাখেন তা-ও কিছু করতে পারব না।’ বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামানকে জানানো হলে তিনি বলেন, শুনেছি ঠিকাদার বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণের কাজ শুরু করেছে, কিন্তু স্কুলের এক পাশে কয়েকটি পরিবারের যাতায়াতের রাস্তা না থাকায় কাজ বন্ধ করা হয়েছে। তবে এ ব্যাপারে ভুক্তভোগীরা কেউ অভিযোগ নিয়ে অফিসে আসেনি। আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কি করা যায় দেখব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist