সিলেট প্রতিনিধি

  ২৮ এপ্রিল, ২০১৮

বাড়ি ফেরা হলো না ব্যবসায়ী সহিব আলীর

ব্যবসায়িক কাজে সিলেট গিয়ে আর বাড়ি ফেরা হলো না বিয়ানীবাজারের কাপড় ব্যবসায়ী সহিব আলী সৈবনের (৫৫)। গতকাল শুক্রবার সকালে উপজেলার চারখাই কনকলস এলাকা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়িক কাজে তিনি সিলেট শহরে যান। সন্ধ্যা ৭টায় স্ত্রীকে মোবাইল ফোনে বলেন, দোকানের জন্য কিছু কেনাকাটা করে ফিরবেন। ফিরতে তার কিছুটা দেরিতে হতে পারে। এরপর তার সঙ্গে পরিবারের আর কারো যোগাযোগ হয়নি। নিহতের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার দাস গ্রামে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল মুন্সী বলেন, শুক্রবার সকালে চারখাই ইউনিয়নের কনকলস এলাকায় একটি গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে তার পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। নিহতের স্ত্রীর বরাত দিয়ে ওসি বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সিলেটের উদ্দেশে রওনা দেন সহিব আলী। সন্ধ্যা ৭টায় স্ত্রীর সঙ্গে তার শেষ কথা হয়। লাশ দেখে মনে হচ্ছে তাকে অন্যত্র হত্যা করে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। এ হত্যার পেছনে কারা জড়িত রয়েছে সেটা বের করতে পুলিশ তৎপরতা শুরু করেছে। লাশের সুরতহাল প্রতবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে, সিলেট নগরীর কাজিরবাজার সেতু এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাত ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী (৩০) নামে ওই যুবকের মৃত্যু হয়। নিহতের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। তিনি সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কাজিরবাজার সেতু এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist