ভোলা প্রতিনিধি

  ২৫ এপ্রিল, ২০১৮

জলদস্যুদের হামলায় ৮ জেলে আহত

ভোলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে আট জেলে জলদস্যুদের হামলার শিকার হয়েছেন। গত সোমবার রাতে হামলার এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন রাসেল, জাকির, সিদ্দিক মাঝি, সিরাজ খালাসি, মহসিন মাল, ইয়াকু, রশিদ মাঝি ও জাকির। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহত জেলে ও স্থানীয়রা জানান, সোমবার রাতে জেলেরা লুকিয়ে মেঘনায় মাছ ধরতে গেলে পাঁচটি ট্রলার নিয়ে ৩০-৩৫ জন জলদস্যু তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় জলদস্যুরা জেলেদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে আট জেলে মারাত্মক আহত হয়। পরে জলদস্যুরা আহত জেলেদেরকে একটি নৌকায় ফেলে রেখে পাঁচ লাখ টাকা মূল্যের জাল, দুটি নৌকার ইঞ্জিন ও ব্যাটারীসহ তিনটি সোলার প্যানেল নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বা কোস্টগার্ড কাউকে গ্রেফতার করতে পারেনি।

কোস্টগার্ড দক্ষিন জোনের কমান্ডার মামুনুর রশিদ জানান, জলদস্যুদের ধরতে তাদের টহল টিম নদীতে অভিযান অব্যাহত রেখেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist