আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)

  ২৪ এপ্রিল, ২০১৮

বালিয়াডাঙ্গীর সেই গাছের আম বিক্রি হলো দেড় লাখ টাকায়!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারীতে অবস্থিত এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সূর্যাপুরী জাতের আম গাছের আম দেড় লাখ টাকায় বিক্রি করা হয়েছে। পৈতৃকসূত্রে গাছের মালিক সাইদুর রহমান ও নূর ইসলাম তিন বছরের জন্য লিজভিত্তিতে এ আম বিক্রি করেন। ক্রেতা সোলেমান আলী প্রতিদিনের সংবাদকে জানান, ‘দেড় লাখ টাকায় তিন বছরের জন্য গাছটি লিজ নিয়েছি। ফলন মৌসুমে গাছটি আমাকে দেখাশোনা করতে হয়। এ বছর ভালোই আম ধরেছে। তবে আম ঝরে পড়ছে। তারপরও আশা করছি প্রায় ৮০ মণের মতো আম পাওয়া যাবে।’ গাছ মালিক নূর ইসলাম বলেন, সূর্যাপুরী জাতের এই গাছটির আম খুবই সুস্বাদু ও মিষ্টি। আগের মৌসুমে ১০০ মণের বেশি আম পাওয়া গেলেও এখন ৭০ থেকে ৮০ মণ আম পাওয়া যায়। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ অগ্রিম টাকা দিয়ে রাখে আমের জন্য। তবে তিন বছরের জন্য সব আম অগ্রিম বিক্রি হয়ে গেছে বলে তিনি জানান। গাছটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ‘পিকনিক স্পট গড়ে তোলার ইচ্ছে আছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দ্রুত সময়ে দর্শনার্থীদের জন্য পিকনিক স্পট গড়ে তোলা সম্ভব হবে। উল্লেখ্য, আমগাছটি ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং গত মাসে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা ড. গওহর রিজভী পরিদর্শন করেছেন এবং গাছটির আশপাশে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist