শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২২ এপ্রিল, ২০১৮

অর্কিড সংরক্ষণ চিহিতকরণ ও রক্ষার আহ্বান

বাংলাদেশে দিন দিন অর্কিড বিলপ্ত হয়ে যাচ্ছে। এক সময় দেশে ৭০০ প্রজাতির অর্কিডের অস্তিত্ব থাকলেও ২০০৮ সাল পর্যন্ত ১৩০টির অস্থিত্ব পাওয়া গিয়েছিল। এছাড়া সিলেটেই ২০ প্রজাতির অর্কিডের অবস্থান ছিল। মৌলভীবাজারের লাউয়াছা জাতীয় উদ্যানে গত দু’দিনে পরিদর্শনে ৩/৪টি অর্কিড খুজে পাওয়া যায়। প্রায় বিলপ্ত হয়ে গেছে বা যাচ্ছে কিংবা দেশে বর্তমানে কত প্রজাতির অর্কিডের অস্থিত্ব আছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্কিড সোসাইটি অফ বংলাদেশ’র নেতৃবৃন্দ। গতকল শনিবার সকলে শ্রীমঙ্গল প্রেস ক্লাব এমবিএ বেলাল ও গোপল দেব চৌধুরী কন্সফারেন্সে রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্কিড সোসাইটি অফ বংলাদেশ’র সভাপতি নাসিম ইকবাল। তিনি জানান, ১৯৮৯ সাল থেকে অর্কিড নিয়ে কাজ করছেন। বছরে বছরে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। দেশে এখন অর্কিডের চাষ বেশ জনপ্রিয়তা লাভ করছে। তারা বছরে এক বার মেলার আয়োজন করে থাকেন। এতে প্রচুর সমর্থন ও সাড়া পাচ্ছেন। দেশের অনেকেই উচ্চ দামে বিদেশ থেকে অর্কিড কিনে আনছেন বলেও জানান তিনি। এ সময় অর্কিড সংরক্ষণ, চিহিতকরণ ও রক্ষা করার জন্য সরকারসহ সকলের সমর্থন আশা করেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য অর্কিড গবেষক আবু জফর শামসউদ্দীন, ডা. ফয়জা এলা কামাল, সালমা বিনতে নুর প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist