রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ২১ এপ্রিল, ২০১৮

ক্যারিয়ার সেমিনারে গোলাম দস্তগীর গাজী এমপি

গ্র্যাজুয়েটদের চাকরিমুখী না হয়ে ব্যবসামুখী হওয়ার আহ্বান

বিভিন্ন ধরনের ক্যারিয়ার ভিত্তিক ট্রেনিং, সেমিনার ও কর্মশালা আয়োজনের মধ্যদিয়ে রূপগঞ্জের সকল গ্রাজুয়েটদেরকে যোগ্য ও যুগোপযোগী চাকরির প্রার্থী হিসেবে গড়ার লক্ষ্যকে সামনে রেখে, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশন (আরজিএ) আয়োজিত সেমিনার অনুষ্ঠান হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নব কিশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের বকুল-২ অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, বাংলাদেশে শিক্ষিত লোকের সংখ্যা বেড়েই বলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খ্যাতে ব্যাপক সুযোগ সুবিধা দিয়েই যাচ্ছেন। দেশের গ্রাজুয়েটদের বিভিন্নস্থানে চাকরি দেওয়া সরকারের পরিকল্পনা রয়েছে। শিক্ষিত ছেলে মেয়েরা চাকরির আশায় বসে না থেকে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন।

রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য গোলাম দস্তগীর, সংগঠনের কো-ফাউন্ডার নূর-আলম মুন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের গ্রেজেটভূক্ত সমাজসেবক লায়ন মোজাম্মেল হক ভূইয়া, শিল্পপতি নূরুজ্জামান খাঁন, কলামিষ্ট লায়ন মীর আব্দুল আলীম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, নজিবুর রহমান, বিউটি আকতার কুট্টি, আলহাজ্ব রফিকুল ইসলাম। ইউসূফ চৌধুরী সভাপতিত্বের বক্তব্যে বলেন, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন। রূপগঞ্জে কোন গ্রাজুয়েট আর বেকার নেই তা নিশ্চিত করা এ সংগঠনের উদ্দেশ্য। পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ রূপগঞ্জ প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, রূপগঞ্জে প্রায় ১০০০ হাজার ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটা প্রতিষ্ঠানে ২জন করে চাকরি দিলে ২০০০ হাজার বেকার সমস্যার সমাধান হবে। এভাবেই এগিয়ে যেতে হবে আমাদের। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় শিক্ষক শামিম আলম, অসিফ ইকবাল, ইউনূছ মিয়া, সুহেল, নূরজাহান, ফারজানা ফারহা, আয়ূব খাঁন, আরিফ হোসেন রনি প্রমূখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist