লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১৮ এপ্রিল, ২০১৮

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে ১২ দিন ধরে দুই ব্যবসায়ী নিখোঁজ

লক্ষ্মীপুরে মাসুদ ও সাইফুল ইসলাম নামে দুই ব্যবসায়ী নিখোঁজের ১২ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। ডিবি পুলিশ পরিচয়ে তাদের তুলে নেওয়ার অভিযোগে গত সোমবার দুপুরে চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী দুই পরিবার। অপহৃত মাসুদ চন্দ্রগঞ্জের পূর্ব রাজাপুর গ্রামের মৃত ইব্রাহীম মিয়ার ছেলে ও সাইফুল ইসলাম হামছাদি ইউনিয়নের আলিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান হয়, মাসুদ ও সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবত চট্টগ্রাম শহরের অক্সিজেন এলাকায় কাঁচামালের ব্যবসা করে আসছেন। গত বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকালে চট্টগ্রাম থেকে বাড়ির উদ্দেশে জোনাকী পরিবহনে রওনা দেন তারা। রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের ফেনী সড়কের বড়পোল নামক স্থানে পৌঁছালে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে পাঁচ-ছয়জন লোক তাদেরকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। পরে ঘটনাটি একই গ্রামের আব্দুল মোতালেবের মাধ্যমে জানাজানি হয়। তিনিও চট্টগ্রামের একই স্থানে সুপারী ব্যবসা করেন। ওইদিন একই গাড়িতে একসঙ্গে বাড়িতে আসার জন্য রওনা হন। এদিকে পরিবারের সদস্যরা নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুরের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিকট খোঁজখবর নিয়েও তাদের কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পে লিখিতভাবে জানানো হয়। নিখোঁজের ১১ দিনেও ওই দুই ব্যবসায়ীর কোনো সন্ধান না পাওয়ায় তাদের পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন।

এ ছাড়াও বেগমগঞ্জ ও চন্দ্রগঞ্জ থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য গেলে থানায় জিডি গ্রহণ করেনি বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist