প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ এপ্রিল, ২০১৮

স্বাধীনতা রক্ষার প্রত্যয়ে মুজিবনগর দিবস পালিত

মেহেরপুরের বৈদ্যনাথতলা (বর্তমান মুজিবনগর) গ্রামের আ¤্রকাননে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। ইতিহাসের এই দিনটিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা-উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আ.লীগের সভাপতি নেছার আহমদ, সম্পাদক মিছবাহুর রহমান,পৌর মেয়র ফজলুর রহমান, চেম্বার সভাপতি কামাল হোসেন প্রমুখ।

ফরিদপুর : ফরিদপুরে সংক্ষিপ্ত বক্তব্য দেন কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা। এদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনায় বক্তব্য দেন এডিসি (সার্বিক) এরাদুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ প্রমুখ।

জয়পুরহাট : জয়পুরহাট জেলা আ.লীগ কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি অ্যাড. শামসুল আলম দুদু এমপি, সহসভাপতি রাজা চৌধুরী, অধ্যক্ষ খাজা সামছুল আলম, সম্পাদক এস.এম সোলায়মান আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, আ.লীগ নেতা নন্দলাল পার্শী, মিজানুর রহমান টিটো, জয়পুরহাট পৌর আ.লীগের সম্পাদক মাহমুদ হোসেন হিমু, যুব মহিলা লীগ নেত্রী সাবিনা চৌধুরী প্রমুখ।

হবিগঞ্জ : হবিগঞ্জে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি অ্যাড. আবু জাহির, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, জেলা আ.লীগের সম্পাদক অ্যাড. আব্দুল মজিদ খান এমপি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, এএসপি রবিউল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড. মোহাম্মদ আলী পাঠান, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. আলমগীর চৌধুরী প্রমুখ।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে জেলা আ.লীগের সভাপতি আমিনুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী, অ্যাড. আব্রাহাম লিংকন, সালেহ আহমেদ মজনু, ফাল্গুনি তরফদার, আবুল কালাম আজাদ প্রমুখ। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাবিপ্রবি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (শাবিপ্রবি) আলোচনা সভায় বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ, উপউপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. এসএম হাসান জাকিরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ^াস, অধ্যাপক ড. আখতারুল ইসলাম, ড. কবির হোসেন, ড. আব্দুল গণি, সহযোগী অধ্যাপক জায়েদা শারমিন প্রমুখ।

কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আলোচনা সভায় বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. আবু তাহের, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জিয়া উদ্দিন, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক এনামূল হক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি.এম. মনিরুজ্জামান প্রমুখ।

রায়পুরা নরসিংদী : নরসিংদী জেলা শিল্পকলা একাডেমীতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড.এটিএম মাহবুব উল করিম, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আবদুল মোতালিব পাঠান, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) দীপক রঞ্জন অধিকারী, সহকারী প্রকৌশলী মামুনুর চৌধুরী, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামন কামরুল, এলজিইডি নির্বাহী প্রকৌশলী রায়হান সিদ্দীক, নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম ভূঁইয়া, পৌরসভা সচিব মাহফুজুর রহমান চৌধুরী প্রমুখ।

এদিকে, জেলার রায়পুরায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ইউএনও শফিকুল ইসলাম, শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা আ.লীগ সম্পাদক আব্দুস সাদেক, ভাইস চেয়ারম্যান পনির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সাদেকুর রহমান সবুজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত নজরুল ইসলাম, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার (অব. সুবেদার) ওয়াহিদ, পল্লি বিদ্যুৎ ডিজি আবু আনাস নাসের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু সাইদ ফারুক, পৌর সচিব মনিরুল ইসলাম মনির প্রমুখ।

বগুড়াÑকাহালু : বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সম্পাদক মজিবর রহমান মজনু, অ্যাড. মকবুল হোসেন মুকুল, টি জামান নিকেতা, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, তপন চক্রবর্তী, আল রাজি জুয়েল প্রমুখ। এছাড়া জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, জেলার কাহালু উপজেলায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, কৃষি অফিসার আখেরুর রহমান, শিক্ষা অফিসার এস এম সারওয়ার জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সামছুল আলম প্রমুখ।

গাইবান্ধাÑগোবিন্দগঞ্জ : গাইবান্ধা জেলা প্রশাসনের আলোচনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, এডিসি (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম সাদিকুর রহমান, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকী, সদর থানার ওসি শাহরিয়ার প্রমুখ। এদিকে, জেলা আ.লীগের সভায় বক্তব্য দেন জেলা আ.লীগ সভাপতি অ্যাড. সৈয়দ শামস উল আলম হীরু, সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম-সম্পাদক মোজাম্মেল হক মন্ডল প্রমুখ।

এদিকে, জেলার গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য ও উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত ইউএনও আব্দুর রাফিউল আলম, আ.লীগের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান বাবলু, যুগ্ম-সম্পাদক প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, ইউপি চেয়ারম্যান এসএম রিপন, যুবলীগের সম্পাদক তাহেদুল ইসলাম রকেট, শ্রমিকলীগের সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন প্রমুখ।

রায়গঞ্জÑউল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সভায় উপস্থিত ছিলেন ইউএনও ইকবাল আখতার, সাবেক অধ্যক্ষ গাজী রেজাউল করিম তালুকদার, শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন, সমাজসেবা কর্মকর্তা আমিরুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিন, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি টি.এম কামরুজ্জামান লাবু প্রমুখ। অপরদিকে রায়গঞ্জ উপজেলা আ.লীগের উদ্যোগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আ.লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সহসভাপতি সাইদুল ইসলাম চান, ধানগড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি গাজী আব্দুল হামিদ সরকার প্রমুখ।

এদিকে, জেলার উল্লাপাড়ায় ইউএনও আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ বিন হাবিব, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কউসিক আহমেদ, নারী নেত্রী রিবলী ইসলাম কবিতা, অধ্যাপক শামীম হাসান প্রমুখ।

ধামরাইÑদোহার (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে আলোচনা ও সাংস্কৃতিক সভায় উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের এমপি মুক্তিযোদ্ধা এম এ মালেক, ইউএনও আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান তমিজউদ্দিন আহম্মেদ, দোহার উপজেলায় র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউএনও আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, শিক্ষা কর্মকর্তা হিন্দাল বারী, পৌর প্রকৌশলী মশিউর রহমান, ওসি সিরাজুল ইসলাম শেখ প্রমুখ।

কালকিনিÑরাজৈর (মাদারীপুর) : মাদারীপুরের কালকিনি উপজেলায় র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ.ীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, যুগ্ম-সম্পাদক সরদার লোকমান হোসেন, পৌর আ.লীগের সভাপতি অ্যাড. আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে জেলার রাজৈর উপজেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও সোহানা নাসরিন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস, রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, পৌর আ.লীগ আহ্বায়ক মতিয়ার রহমান, ওসি (তদন্ত) সিরাজুল হক সরদার প্রমুখ।

দুর্গাপুর (রাজশাহী) : রাজশাহীর দুর্গাপুরে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন ইউএনও আনোয়ার সাদাত, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, কৃষি কর্মকতা ড. বিমল কুমার প্রামাণিক, উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি কেএম সামশুল ইসলাম, জেলা আ.লীগের সদস্য আব্দুর রাজ্জাক, যুব উন্নয়ন কর্মকতা রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেওয়ান নাজমুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা বেলাল হোসাঈন, থানার ওসি রুহুল আলম, দুর্গাপুর মডেল প্রেস ক্লাব সভাপতি মিজান মাহী, সম্পাদক এসএম শাহাজামাল প্রমুখ।

তেঁতুলিয়া (পঞ্চগড়) : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সভায় বক্তব্য দেন ইউএনও সানিউল ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, মডেল থানার ওসি জহুরুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, জাসদ সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া : গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা, জেলা ছাত্রলীগ এবং টুঙ্গিপাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মুজিবনগর দিবস পালিত হয়েছে। এতে ইউএনও নাকিব হাসান তরফদার, উপজেলা আ.লীগ সভাপতি শেখ আব্দুল হালিম, সহসভাপতি সোলায়মান বিশ্বাস, শেখ জাহাঙ্গীর হোসেন, সম্পাদক শেখ আবুল বশার খায়ের, যুগ্ম-সম্পাদক শেখ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্লা, বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশাসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাঁথিয়া (পাবনা) : পাবনার সাঁথিয়ায় ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু, সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ, আ.লীগ নেতা আব্দুল জলিল, শিক্ষার্থী আসিব, চৈতি প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র?্যালি ও সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, ইউএনও শিহাব রায়হান, সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস, রহনপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি সাজাহান আনসারী মামলত, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারোয়ার রহমান, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম, সাংবাদিক সারোয়ার জাহান সুমন প্রমুখ।

বেনাপোল (যশোর) : যশোরের শার্শায় র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, ইউএনও পুলক কুমার মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী, বেনাপোল পোর্ট থানার এসআই (তদন্ত) ফিরোজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে আলোচনা সভায় বক্তব্য দেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, ইউএনও মিতু মরিয়ম, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুনুর রশীদ, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি ম. রুহুল আমিন প্রমুখ।

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ইউএনও লীরা তরফদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাড. মোসলেম উদ্দিন, পৌর মেয়র গোলাম কিবরিয়া, ওসি শেখ কবিরুল ইসলাম, ইমদাদুল হক সেলিম, হারুন অর রশিদ প্রমুখ।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন উপজেলা আ.লীগের সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, আ.লীগের সহসভাপতি নুরুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাহজাদা আকন, বিআরডিবির চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি জিএম ওসমানী হাসান প্রমুখ।

শিবালয় (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের শিবালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন সদরউদ্দিন কলেজ অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার, সহকারী অধ্যাপক আনম বজলুর রশিদ, বলরাম দাস, ইংরেজি বিভাগের প্রধান ড. উত্তম কুমার সরকার, জানে আলম সিদ্দিকী, মোস্তাক হোসেন, বাদল মিয়া প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist