রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ১৭ এপ্রিল, ২০১৮

৩ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন : জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম সংযোগ বিচ্ছিন্নের পর জরিমানা করেন। গতকাল সোমবার বিকালে উপজেলার তারাব এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। কারখানাগুলো হলো তারাব সুলতানা সেতু এলাকার আলমস ক্যাফে রেস্টুরেন্ট, অপুর্ব ডাইং কারখানা ও রিলেক্স মশার কয়েল কারখানা। এ সময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস সোনারগাঁও জোন যাত্রামুড়া শাখার ডেপুটি ম্যানেজার মশিউর রহমান, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ, উপসহকারী প্রকৌশলী কাউসার আলম পলাশ, সারোয়ার হোসেন, ইসমাইল হোসেন প্রমুখ। তিতাস গ্যাস সোনারগাঁও জোন যাত্রামুড়া শাখার ম্যানেজার প্রকৌশলী আব্দুল মোমেন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে ওই তিনটি কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে গ্যাস ব্যবহারের সত্যতা পাওয়ায় আলমস ক্যাফের ম্যানেজার আহাম্মেদ কবির শিশির ও অপুর্ব ডাইংয়ের মালিক আব্দুর রহিমকে আটক করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist