হবিগঞ্জ প্রতিনিধি

  ১৬ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনামপুর গ্রামে ধান কাটা নিয়ে উভয়পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গত শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার সুনামপুর গ্রামের হাজী আমির আলীর ছেলে শের আলীর সঙ্গে একই গ্রামের আব্দুন নুর মিয়ার জমির ধান কাটা নিয়ে বাকবিত-া হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আহতদের মধ্যে স্বাধীন মিয়া (১৬), হামিদ মিয়া (৫০), নিপুন (২৫), কালাই মিয়া (৩০) ও শের আলীকে (৪০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে গিয়ে গলা, কোমর, থোড়া, পিঠে টেঁটা, কাল বিদ্ধ অবস্থায় কয়েকজনকে চিকিৎসা নিতে দেখা গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ নিহত হননি।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হাক জানান, ধান কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist