বগুড়া প্রতিনিধি

  ১৪ এপ্রিল, ২০১৮

বগুড়ায় আজ থেকে ৭ দিনের বৈশাখী মেলা

বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আজ শুরু হচ্ছে সাত দিনের ‘বাংলার মুখ বৈশাখী মেলা’। সাংস্কৃতিক সংগঠন বাংলার মুখ বগুড়া জেলা শাখার উদ্যোগে সাত দিনের এ মেলায় প্রতিদিন থাকছে গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৪ এপ্রিল পহেলা বৈশাখ এ মেলার উদ্বোধন করবেন ‘বাংলার মুখ বগুড়া’ জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা পরিষদ চেয়ারম্যান মকবুল হোসেন, পৌরসভার প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল। বৈশাখী মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি জানান, ১৫ এপ্রিল পল্লীগীতি, লোকসংগীত ও দেশাত্মবোধক সংগীত এবং মেয়েদের দড়ি খেলা প্রতিযোগিতা, ১৬ এপ্রিল তৃতীয় থেকে দশম শ্রেণির ছাত্রীদের জন্য বৌচি খেলা, ১৭ এপ্রিল তৃতীয় থেকে দশম শ্রেণির ছাত্র ও দর্শনার্থীদের জন্য হাঁড়িভাঙা খেলা, ১৮ এপ্রিল সাপ খেলা, ১৯ এপ্রিল মোরগলড়াই, ২০ এপ্রিল রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত প্রতিযোগিতা এবং লাঠি খেলার আয়োজন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist