রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ১৩ এপ্রিল, ২০১৮

বজ্রপাতে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারকে অর্থসহায়তা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বজ্রপাতে সৃষ্ট অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সমাজ সেবক আলহাজ¦ লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া তার নিজস্ব তহবিল থেকে তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় গিয়ে এ অর্থ বিতরণ করেন। জানা গেছে, দিঘীবরাব এলাকার মনির হোসেন বেপারীর টিন ও কাঠ দিয়ে নির্মাণ করা ৭০টি রুম বিশিষ্ট একটি বাড়ি রয়েছে। ওই বাড়িতে ৭০টি পরিবার বসবাস করে। এছাড়া ওষুধ, মুদি ও মনোহরীর পাঁচটি দোকানঘরও রয়েছে। গত সোমবার রাত আড়াইটার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলে এক পর্যায়ে বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বাড়ির একপাশের রুমে আগুন লেগে যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর সহযোগীতায় ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ও আদমজি ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষনে ৭০টি বসতঘর, পাঁচটি দোকানঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বসবাসরত ৭০টি পরিবারই স্থানীয় পোশাক কারখানার শ্রমিক। কেউ দিনমজুর বা ফেরি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist