নেত্রকোনা প্রতিনিধি

  ১৩ এপ্রিল, ২০১৮

কারাগারে বিএনপির ১৩০ নেতাকর্মী

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ ১৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুকনুজ্জামানের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। নেতাকর্মীদের মধ্যে বিএনপির কেন্দুয়া উপজেলা সভাপতি ড. রফিকুল ইসলাম হিলালী, সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, জেলা যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম, জসিম উদ্দিন আহমেদ খোকন, সাংগঠনিক সম্পাদক সনজু রহমান ভূঁইয়া, কেন্দুয়া পৌর সম্পাদক আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকনসহ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আদালত সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে অস্থিতিশীলতার আশঙ্কায় গত ৬ ফেব্রুয়ারি ১৩৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে পুলিশ। এই মামলায় নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে শেষে বৃহস্পতিবার আদালতে হাজির হলে বিচারক তাদের জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist