ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ১১ এপ্রিল, ২০১৮

পাথর উত্তোলন করতে গিয়ে ২ নারীর মৃত্যু

সুনামগঞ্জে নদী থেকে পাথর উত্তোলন করতে গিয়ে বালুর স্তূপে চাপা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার ডলুরা চলতি নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিকরা হলেন জাহাঙ্গীর ইউনিয়নের গুচ্ছ গ্রামের খুরশেদ মিয়ার স্ত্রী আলেখা বেগম ও একই ইউনিয়নের ফেনি বিল গ্রামের চান মিয়ার স্ত্রী রহিমা বেগম। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রহিমা ও আলেখা পাথর উত্তোলন করতে চলতি নদীতে যায়। নদীর পাড়ে পাথর কুড়ানোর এক পর্যায়ে তাদের দুইজনের ওপর বালুর একটি স্তূপ এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এএসপি হাবীবউল্লাহ জানান, বালু চাপায় নিহত দুই নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist