শেরপুর (বগুড়া) প্রতিনিধি

  ১১ এপ্রিল, ২০১৮

শিক্ষা কার্যক্রম ব্যাহত

দিনে স্কুলের সামনে রাতে মহল্লায় মাইকিং

বগুড়ার শেরপুরে দিন দিন বেড়ে চলছে মাইকে বিভিন্ন প্রচার। সময়-ক্ষণ না মেনেই চলছে ব্যক্তিগত প্রতিষ্ঠানের প্রচার মাইক। এতে উচ্চ শব্দে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। স্কুল-কলেজ চলাকালীন সময়ে এসব প্রচার মাইকের শব্দে শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের মনোযোগে বিচ্ছেদ ঘটে বলে অভিযোগ শিক্ষার্থীদের। পৌর শহরের অবস্থিত ডি জে হাই স্কুল, প্রোগ্রেসিভ স্কুল, শেরউড স্কুল ও সামিট স্কুলের কয়েকজন শিক্ষার্থী জানায়, ক্লাস চলাকালীন সময়ে মাইকিং চলায় মনোযোগে অনেক অসুবিধা হয়। ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন আলোচনা হয়, তখন মাইকের আওয়াজে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। অন্যদিকে, রাতে মহল্লার ভেতরের রাস্তায় চলে বিভিন্ন দোকানের প্রচার মাইক। যার ফলে বাসার পড়াশোনায়ও মনোযোগে বাঁধা পড়ে ছাত্র-ছাত্রীদের। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্কুল কলেজের শিক্ষক জানিয়েছেন, এসব প্রচারের জন্য পাঠদান প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া স্কুল কলেজ চলাকালীন সময়ে এসব প্রচার বন্ধ রাখার জন্য সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে মনে করেন তারা। শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিরাজুল ইসলাম বলেন, যত দ্রুত সম্ভব আমরা বিভিন্ন স্কুল কলেজের প্রধানদের সঙ্গে কথা বলে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মাইকিং বন্ধের জন্য সাইনবোর্ড ঝুলানোর ব্যবস্থা করব। এতে কাজ না হলে পরবর্তীতে মাইকিং বন্ধের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist