কুষ্টিয়া প্রতিনিধি

  ১১ এপ্রিল, ২০১৮

ভেড়ামারায় কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট উদ্বোধন আজ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারার ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ১১ এপ্রিল বুধবার উদ্ধোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে অত্যাধুনিক এ বিদ্যুৎ কেন্দ্রের উদ্ধোধন ঘোষণা করবেন। এ উপলক্ষে ভেড়ামারার বিভিন্ন পয়েন্টে ৭টি বড় ব্যানারসহ বর্নিল সাজে সাজানো হয়েছে প্ল্যান্টটি।

২০১৪ সালে বিদ্যুৎ অব্যাহত ঘাটতি মোকাবিলায় কুষ্টিয়ার ভেড়ামারায় ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের নির্মাণ কাজ শুরু হয়। কাজটি তদারকি এবং বুঝে নেন নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।

২ হাজার ৭’শ ৮৬ টি শক্তিশালী পাইলিং এর উপর দাঁড়িয়ে থাকা এ প্ল্যান্টটিতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ১টা গ্যাস ইউনিট এবং ১টা ষ্টীম টারবাইন ও ১টা এইচআরসিজি স্থাপন করা হয়েছে। যা দিয়ে উৎপাদন করা হবে ৪৪০ মেগাওয়াট বিদ্যুৎ। সাধারণ গ্যাস টারবাইন দিয়ে ৩০০ এবং গ্যাস টারবাইন এর ফ্লু গ্যাস দিয়ে স্টীম টারবাইন এর মাধ্যমে উৎপাদন হবে আরো ১৪০ মেগাওয়াট বিদ্যুৎ। শক্তিশালী এ বিদ্যুৎ কেন্দ্রটির ৪৭২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ হবে ।

ভেড়ামারায় কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট’র চীফ ইঞ্জিনিয়ার ও প্ল্যান্ট ম্যানেজার মোশাররোফ হোসেন জানিয়েছেন, সব কিছুই প্রস্তুত। ভেড়ামারার বিভিন্ন পয়েন্টে ৭টি বড় ব্যানারসহ প্ল্যান্টটি বর্নিল সাজে সাজানো হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে এ প্লান্টের উদ্বোধন করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist