নরসিংদী প্রতিনিধি

  ৩১ মার্চ, ২০১৮

শেষ হলো তিন দিনের বিজ্ঞান মেলা

‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার নরসিংদী আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফরহানা কাউনাইন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, একটি দেশের উন্নয়ন অনেকটা নির্ভর করে সে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির উপর। বিজ্ঞান ও প্রযুক্তিতে যে দেশ যত বেশী অগ্রগামী, সে দেশ তত বেশী উন্নত। দেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের দিকে ধাবিত হওয়ার পেছনে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি। তাই দেশের প্রতিটি স্কুলে এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা প্রয়োজন।

অন্যদের মধ্যে এডিসি (রাজস্ব) সাইফুল ইসলাম, এডিসি (সার্বিক) আব্দুল আউয়াল, জেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ, এনডিসি মাসুদুল হক, সহকারী কমিশনার শাহরুখ খান, তাহমিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist