নওগাঁ প্রতিনিধি

  ২৯ মার্চ, ২০১৮

মান্দায় পুকুর থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নওগাঁর মান্দায় পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি লক্ষ্মী প্রতিমা মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার দুপুরে উপজেলার গাংতা গ্রামের জনৈক ময়নুল হকের পুকুর থেকে ওই মূর্তি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন আগে থেকে ময়নুল হক তার পুকুরটির খনন কাজ শুরু করেন। খননের এক পর্যায়ে মাটির মধ্যে লক্ষ্মী মূর্তিটি পান শ্রমিকরা। পরে থানায় খবর দিলে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। স্থানীয়রা ও পুলিশ ধারণা করছে, কোনো এক সময় গাংতা গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করতেন।

তারা হয়তো ওই পুকুরে লক্ষ্মী মূর্তিটি বিসর্জন দিয়ে অন্যত্র চলে গেছেন। এরপর থেকে ওই পুকুরের মাটির মধ্যে পরিত্যক্ত অবস্থায় ছিল মূর্তিটি। মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, ১০ কেজি ওজনের লক্ষ্মী মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist